ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

রাজনৈতিক বৈরিতায় দুই দলের এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না। ভারত-পাকিস্তান লড়াই দেখা যায় আইসিসি আর এসিসির টুর্নামেন্টে। আগামী মাসে এমন আরেকটি উপলক্ষে মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

স্বাভাবিকভাবে দর্শক আগ্রহের কেন্দ্রে থাকবে ম্যাচটি। তবে হু হু করে বেড়েই চলেছে টিকিটের দাম।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জং-এর বরাত দিয়ে জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, যেখানে বিক্রির শুরুর দিকে টিকিকের দাম ছিল ১ হাজার ৩০০ ডলার, সেই টিকিটের দাম বাড়িয়ে এখন বিক্রি করা হচ্ছে ২ হাজার ৫০০ ডলারে। অর্থাৎ দামের হিসাবে যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

 

টিকিটের এমন উচ্চমূল্যের নেপথ্যে ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে উপস্থিতির হার বৃদ্ধির কথা বলা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র-কানাডায় প্রচুর পরিমাণে ভারতীয় ও পাকিস্তান অভিবাসী বসবাস করেন। নিজ দেশের ক্রিকেটারদের খেলা সহজে গ্যালারিতে বসে দেখতে পারেন না তারা। যে কারণে এবারের সুযোগ হাতছাড়া করছেন না দুই দেশের সমর্থকরা।

 

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের পরিসংখ্যান খুবই কম পাকিস্তানের। সাতবারের দেখায় পাকিস্তান জিতেছে শুধু একটি ম্যাচ, বাকি ছয় ম্যাচ জিতেছে ভারত। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন