দুইবার বৃষ্টি বাধার মুখে পড়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। বৃষ্টির সম্ভাবনা আছে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও। বিকেল থেকেই চট্টগ্রামের আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে।
টসের সময় আকাশের অবস্থা এমন যে, যেকোনো সময় বৃষ্টি নামতে পারে।
আর তাই আরেকবার রান তাড়ার পথেই হাঁটল বাংলাদেশ। টস জিতে প্রথম টি-টোয়েন্টির মতো এদিনও জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম টি-টোয়েন্টি থেকে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে জিম্বাবুয়ে।
অভিষেক হচ্ছে জোনাথন ক্যাম্পবেলের।
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জউঙ্গে, ক্লাইভ মাদান্ডে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, অ্যান্সলে লোভু, জোনাথন ক্যাম্পবেল ও তাদিওয়ানাশে মারুমানি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন