গেল মার্চে সবাইকে অবাক করে দিয়ে বিয়ের পীড়িতে বসেন জনপ্রিয় গায়ক অনুপম রায়। তার স্ত্রী আরেক গায়িকা প্রস্মিতা পাল। পশ্চিমবঙ্গের গায়ক জুটির হানিমুন বা মধুচন্দ্রিমা কোথায় হবে তা নিয়ে উৎকন্ঠা ছিলো ভক্তদের মাঝে। কিন্তু মার্চ পেরিয়ে এপ্রিল শেষ হলেও তাদের মধুচন্দ্রিমায় যাওয়ার ফুসরত মিলছিল না।
দুজনই ব্যস্ত ছিলেন শো নিয়ে। অবশেষে মে তে দুজন গেলেন হানিমুনে?
তবে দেশের মধ্যে কোথাও না গিয়ে বরং মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক দেশে গেলেন তারা। অনুপম তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় স্ত্রী প্রস্মিতার সঙ্গে তুরস্ক থেকে ছবি দিয়ে লেখেন, ‘তারকিশ হলিডে।’ রংমিলান্তি করে পোশাক পরেন দুজনে।
হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্যদিকে হলুদ টি-শার্ট ও জিন্স পরেছিলেন গায়ক।
২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছেন নেটাপাড়ার একটা বড় অংশ।
তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে শুরু হয় একই ঘটনা। যদিও গায়ক কিংবা তাঁর স্ত্রী প্রস্মিতা কোনও ধরনের নেতিবাচক মন্তব্যে কান দেননি। বরং নিজেদের মতো জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত তারা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন