টানা তৃতীয়বার লন্ডনের মেয়র, এবার জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান

gbn

টানা তৃতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। সাদিকের এই জয় যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি ও সমর্থনের বিষয়টি আবারো সবার সামনে এলো। বিজয়ী ভাষণে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার আহ্বান জানান।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২ মে) রাত ১০টায় লন্ডনের মেয়র পদে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়।

শুক্রবার থেকে ভোট গণনা শুরু হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফল প্রকাশ করা হয়। 

 

ফলাফলে দেখা যায়, এবারের নির্বাচনে ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট অর্থাৎ ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল ৮ লাখ ১১ হাজার ৫১৮ অর্থাৎ ৩২ দশমিক ৬ শতাংশ ভোট।

অর্থাৎ সুসান হলকে ২ লাখ ৭৬ হাজারের ভোটে পরাজিত করেছেন সাদিক।

 

বিজয়ী ভাষণে সাদিক খান বলেন, ‘আমি লন্ডনকে ভালোবাসি। এটি আমার শহর ও এখানকার জনগণকে সেবা করতে পারা আমার জন্য গর্বের। এবারের নির্বাচনেও আমাকে জেতানোর জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

 

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সময় এসেছে জনসাধারণকে তাদের পছন্দ অনুসারে নির্বাচন করতে দেওয়ার। একটি সাধারণ নির্বাচন আমাদের দেশের জন্য কেবল নতুন দিকনির্দেশনার পথ তৈরি করবে না; বরং তা সাহসী পদক্ষেপ হবে যা লন্ডনবাসী বাস্তবে দেখতে চায়।’ 

জাতীয় নির্বাচনের আগে যুক্তরাজ্যের মেয়র নির্বাচনের দিকে নজর ছিল সবার। অধিকাংশের ধারণা, কনজারভেটিভদের চেয়ে জনসমর্থনে এখন অনেক এগিয়ে লেবার পার্টি। ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টি জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান। এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন সাদিক। তার এই বিজয়কে লন্ডনের ইতিহাসে রেকর্ড বলা হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন