কাগজে-কলমে এখনো প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্ন টিকে আছে লিভারপুলের। যে কারণেই হয়তো শেষ চেষ্টাটা করছেন ইয়ু্র্গেন ক্লপের শিষ্যরা। লিগের ৩৬তম ম্যাচে টটেনহ্যাম হস্টপারকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। এতে ৫ ম্যাচে প্রথম জয়ের দেখা পেল অলরেডরা।
গেল সপ্তাহে ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল লিভারপুল। ওই ম্যাচে মোহাম্মদ সালাহকে শুরুর একাদশে রাখেননি কোচ ক্লপ। যে কারণে ম্যাচ শেষে কোচের সঙ্গে নিজের দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন সালাহ। তবে এই ম্যাচে সালাহকে শুরুর একাদশেই রেখেছেন ক্লপ। আর লিভারপুলের প্রথম লিড এসেছে মিশরীয় এই তারকার কাছ থেকেই। ম্যাচের ১৬ মিনিটে দারুণ গোলে লিভারপুলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন