হোয়াইট হাউজের গেটে গাড়ির ধাক্কা, নিহত ১

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের গেটে আবারও গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাতে ভবনটির বাইরের গেটে এই ঘটনা ঘটে। খবর এএফপির।

দেশটির কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে একটি দ্রুতগামী গাড়ি হোয়াইট হাউজ কমপ্লেক্সের বাইরের গেটে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা কর্মকর্তারা। তারা সেখানে গিয়ে চালককে মৃত অবস্থায় পান।

​​​​​​​

এই ঘটনা হোয়াইট হাউজের জন্য ‘কোনো হুমকি’ ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেছেন, সিক্রেট সার্ভিস, কলম্বিয়ার ডিস্ট্রিক্ট পুলিশ এবং দমকল বিভাগ এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

তবে এ ঘটনায় জননিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত জানুয়ারিতে হোয়াইট হাউজের বাইরের গেটে একটি গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছিল মার্কিন কর্তৃপক্ষ।

 

সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজে বেশ কয়েকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ভবনটির চারপাশে আরও উঁচু ও শক্ত ধাতব প্রাচীর নির্মাণ করা হয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন