১৪ দিনে হিট স্ট্রোকে ১৫ মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

সারা দেশে তীব্র তাপপ্রবাহের ফলে হিট স্ট্রোকে আরো তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন মারা গেছেন। এ নিয়ে গত ১৪ দিনে হিট স্ট্রোকে ১৫ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হিট স্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুর এ তথ্য জানিয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২২ এপ্রিল থেকে গতকাল (রবিবার) সকাল পর্যন্ত ১৪ দিনে সারা দেশে ৩৪ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে মারা যাওয়া ওই ব্যক্তি নড়াইলের বাসিন্দা।

 

অধিদপ্তরের তথ্য বলছে, মৃতদের মধ্যে সবচেয়ে বেশি সাত জন মারা গেছেন মাগুরায়। এছাড়া মৃত্যুর খবর এসেছে চট্টগ্রাম, খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুর থেকে।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন