ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে দাবানলে এটিই সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যু।
রাজ্যটির আলমোড়া জেলায় দাবানলের আগুনে ২৮ বছরের এক নেপালি তরুণীর মৃত্যু হয়েছে। আলমোড়ার জনাকীর্ণ দুনাগিরি মন্দিরে আগুন লেগে গেলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। তীর্থযাত্রীদের বেরনোর পথ বন্ধ হয়ে যায় আগুনে। যদিও সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
তবে আলমোড়ার পাইন রেজিন ফ্যাক্টরির তিন শ্রমিক আগুনে পুড়ে মারা গেছেন। আর রোববার (৫ মে) সন্ধ্যায় হৃষিকেশের এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অবস্থায় সেখানে তিনি ভর্তি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবিত্রি দেবী নামক ওই বৃদ্ধার গবাদি পশুর খামার ছিল। দাবানল তার খামারের কাছাকাছি চলে এলে তিনি প্রাণীগুলোকে বাঁচাতে ছুটে যান। একপর্যায় তিনি অগ্নিদগ্ধ হন।
উত্তরাখণ্ড আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৭ মে) ও বুধবার (৮ মে) থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলবে ১১ মে পর্যন্ত। এই অবস্থায় পাহাড়ে বৃষ্টি নামলে তবেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, কুমায়ুন অঞ্চলে মঙ্গলবার ও গাড়োয়ালে বুধবার থেকে বৃষ্টি নামতে পারে।
ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ২৯ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭০২টি দাবানল হয়েছে। কুমায়ুন ও গাড়োয়াল এলাকার বিভিন্ন অঞ্চলে এই দাবানলের ঘটনা ঘটেছে। তবে মূলত মধ্য় হিমালয়ের বিভিন্ন এলাকায় এই দাবানলের ঘটনা হয়।
আর গত বছরের নভেম্বর মাস থেকে রাজ্যে অন্তত ৯১০টি দাবানলের ঘটনা ঘটে। তাতে প্রায় ১ হাজার ১৪৪ হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে। এরও আগে ২০২১ সালে ভয়াবহ আগুন লেগেছিল জঙ্গলে। তখন প্রায় ৩ হাজার ৯৪৩ হেক্টর জঙ্গল পুড়ে যায়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন