ছয় মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটিপাড়া সড়কের একাংশ

এমআরটি লাইন-৬ নির্মাণ চলাকালে ছয় মাস কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে টিটিপাড়া থেকে কমলাপুরগামী যানবাহন একলেনে চলাচল করতে পারবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) সরকারের একটি অন্যতম ফাস্ট ট্র্যাক প্রকল্প। এ প্রকল্পের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিতকরণের কাজ চলছে। এই বর্ধিতকরণ কাজ ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সময়সীমা নির্ধারিত রয়েছে।

 

প্রকল্প ব্যবস্থাপক-২ থেকে জানা যায়, কমলাপুর মেট্রো স্টেশন ভবনের নিচের সড়কটি বর্তমানে চার লেন বিশিষ্ট যা ছয় লেনে উন্নীত করা হবে। বর্তমানে চার লেনের মধ্যে দুই লেনে উভয়মুখী যান চলাচল করছে। এরই মধ্যে কমলাপুর মেট্রো স্টেশনের কলাম নির্মাণ কাজ শেষ হয়েছে। কনকর্স স্ল্যাথব নির্মাণের কার্যক্রম চলমান। স্টেশনটি বাকি ১৬টি স্টেশন থেকে টেকনিক্যাল কারণে ডিজাইনের ব্যতিক্রম রয়েছে।

কনকর্স স্ল্যাবব কনস্ট্রাকশনের সময় নিচের রাস্তা দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে আগামী ৬ মাস কমলাপুর মোড় থেকে টিটিপাড়া সড়কে এক পাশে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু সড়ক ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে।

বিকল্প সড়ক:

নগরবাসী বিকল্প ব্যবস্থা হিসেবে কমলাপুর ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে আল হেলাল ক্রসিং, এরপর বামে মোড় নিয়ে শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড় দিয়ে টিকাটুলি-সায়েদাবাদ অথবা কমলাপুর থেকে শাহজানপুর ক্রসিং হয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে অতীশ দীপঙ্কর সড়ক ব্যবহার করতে পারেন।

 

ট্রাফিক-মতিঝিল বিভাগ সব শ্রেণি পেশার মানুষকে ট্রাফিক শৃংঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন