জিবিনিউজ 24 ডেস্ক //
মালয়েশিয়ায় প্রশিক্ষণের সময় জোড়া হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত হয়েছেন।
দেশটির সরকারি কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও সংঘর্ষের ব্যাপারটি নিশ্চিত বলে জানা গেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার দু’টির একটি কুয়ালালামপুরের বনাঞ্চলের অংশে ও অন্যটি একটি স্কুলের মাঠে নিরাপদে অবতরণ করতে পেরেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টার দু’টি নিয়মিত প্রশিক্ষণের জন্য সুবাং বিমানবন্দর ছেড়ে যায়।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী ওয়ে কা সিয়ং এক বিবৃতিতে জানান, দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দুজন ক্রুর সদস্য দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন