হার এড়াতে পারলেই ইউরোপের ফুটবলে লেখা হবে নতুন ইতিহাস। এটি আগেই জানা ছিল বেয়ার লেভারকুসেনের। তবে মাঠে নেমে সেই ইতিহাস গড়তে একটু দেরি হলেও শেষমেশ তা করেই ছাড়লো জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে টানা বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করলো লেভারকুসেন।
ইউরোপা লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লেভারকুসেন। চলতি মৌসুমে এটি ছিল লেভারকুসেনের টানা অপরাজিত থাকার ৪৯তম ম্যাচ। এর আগে ১৯৬৩-১৯৬৪ সালে ইউরোপীয় ফুটবলের ইতিহাসের টানা ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল পর্তুগালের ক্লাব বেনফিকা।
ইতিহাস গড়ার ম্যাচে ইউরোপা লিগের ফাইনালও নিশ্চিত করেছে লেভারকুসেন। প্রথম লেগে রোমাকে ২-০ গোলে হারিয়েছিল জাবি অ্যালোনসোর শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে রোমাকে বিদায় ফাইনাল উঠে গেছে লেভারকুসেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন