ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর পর এবার থানায় সাধারণ ডায়েরি করেছেন অপু বিশ্বাস। জানা গেছে, ৩৪ জন ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন এ নায়িকা।
অপু বিশ্বাস বৃহস্পতিবার (৯ মে) সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপুর অভিযোগ ৩৪ ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল তার বিরুদ্ধে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এতে তার সম্মানহানি হয়েছে। তাই অভিযোগ নিয়ে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন ঢালিডের এ নায়িকা।
এ বিষয়টি নিশ্চিত করে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা জাগো নিউজকে বলেন, অপু বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপু রাজধানীর ভাটারা থানায় জিডি করার আগে একই অভিযোগ নিয়ে এ থানাতেই জিডি করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন