সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ গায়ক তানভীর পিয়াল

তরুণ প্রজন্মের কিছুদিন ধরে জনপ্রিয়তা পেয়েছে ব্যান্ড ‘অড সিগনেচার’। এরমধ্যে এলো দুঃসংবাদ। ভয়াবহ  সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ব্যান্ডটির সদস্য । শনিবার (১১ মে) এ দুর্ঘটনায় ব্যান্ডটির গায়ক ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল ও গাড়িচালক নিহত হয়েছেন।

খবরটি ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া গায়ক জয় শাহরিয়ারও নিশ্চিত করেছেন দূর্ঘটনার বিষয়টি। এক ফেসবুক পোস্টে এই গায়ক লেখেন, `ব্যান্ড অড সিগনেচারের সদস্য পিয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আহত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করি।

 

অড সিগনেচারের পেজ থেকে আজ সকালে একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে ‘অড সিগনেচার’ এর গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

 

 এমন পোস্টের পর শোকের বন্যা বইছে সংগীতপ্রিয় তারুণ্যের মধ্যে। পিয়ালের ছবি ও গান শেয়ার করে বহু মানুষ স্মৃতি আওড়াচ্ছেন।

অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি।

ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন