ইউক্রেনের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের পাঁচটি ও দোনেৎস্কের একটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খারকিভে দখলকৃত গ্রামগুলো হলো- বোরিসিভকা, ওগির্তসেভ, প্লেটেনিভকা, পাইলনা ও স্ট্রিলেচা। আর দোনেৎস্ক অঞ্চলের দখলকৃত গ্রামের নাম কেরামিক। এএফপি সাংবাদিকরা বলেছেন, তারা লোকজনকে ব্যাগবোঝাই ভ্যান ও গাড়িতে করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে একটি অভ্যর্থনা কেন্দ্রে পালিয়ে আসতে দেখেছেন।

​​​​​​​

শুক্রবার (১০ মে) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া হঠাৎ করেই খারকিভ অঞ্চলে আক্রমণ শুরু করেছে। শনিবার ইউক্রেনের সামরিক কমান্ড জানায়, বিমানবাহিনীর সহায়তা নিয়ে রুশ সেনারা এই অঞ্চলে প্রবেশ করেছেন। এই খারকিভ থেকেই দুই বছর আগে সরে যেতে বাধ্য হয়েছিল রুশ বাহিনী।

 

শনিবার রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমাদের সেনারা খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকার গ্রামগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছেন। রাশিয়ার পরিকল্পনা ব্যাহত করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

 

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, খারকিভের সীমান্ত এলাকায় ভারী লড়াই হয়েছে ও সেখান থেকে অন্তত ১ হাজার ৭৭৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গভর্নর জোর দিয়ে বলেছিলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভ শহরে রাশিয়ার স্থল অভিযানের কোনো হুমকি নেই।

 

তিনি আরও জানান, সীমান্তের কাছাকাছি ভোভচানস্ক শহরে বিমান হামলায় ৫০ ও ৪৮ বছর বয়সী দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। সিনেগুবভের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভোভচানস্ক শহরের একটি বহুতল ভবনের একটি অংশ ভেঙে গেছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন