কানাডায় দাবানল, সতর্কতা জারি

কানাডার আলবার্টায় ফোর্ট ম্যাকমুরেতে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে সেখানের নাগরিকদের সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল মৌসুম সামনে রেখে এটাই তাদের প্রথম পদক্ষেপ।

এক বিজ্ঞপ্তিতে আলবার্টার সরকার জানিয়েছে, ফোর্ট ম্যাকমুরে ফরেস্টে দাবানলের ঝুঁকি অনেক। তাছাড়া শনিবার সেখানে তীব্র বাতাসের আশঙ্কা করা হচ্ছে।

 

২০১৬ সালের দাবানলের সময় ফোর্ট ম্যাকমুরে থেকে ৯০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। বন্ধ রাখা হয়েছিল তেলের উৎপাদন।

 

এরই মধ্যে কানাডার কেন্দ্রীয় সরকার দাবানলের ঝুঁকির কথা জানিয়েছে। বলা হয়েছে, এ বছর স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে।

 

গত বছর দাবানলের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি দেখেছে কানাডা। ২০২৩ সালে দেশটিতে সাড়ে ছয় হাজারের বেশি দাবানলের ঘটনায় পুড়ে যায় ১৫ মিলিয়ন হেক্টর এলাকা, যা বার্ষিক গড়ের তুলনায় সাত গুণ বেশি ছিল। এতে অন্তত ৯ ফায়ারফাইটার মারা যান। বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দুই লাখ ত্রিশ হাজারের মতো মানুষকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন