গ্রানাডাকে একহালি দিয়ে শিরোপা উদযাপন রিয়াল মাদ্রিদের

দুর্দান্ত ফর্মে রয়েছে নতুন লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগের সপ্তাহেই লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছিলো তাদের। এবার অবনমনের খাঁড়ায় পড়া গ্রানাডার জালে ৪বার বল জড়িয়ে শিরোপাটা ভালোভাবেই উদযাপন করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সপ্তাহের মাঝেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সপ্তাহান্তে এসে গ্রানাডার মাঠে গিয়ে জিতে আসলো ৪-০ গোলের ব্যবধানে। এ নিয়ে টানা ২৮টি লিগ ম্যাচ অপরাজিত রইলো স্প্যানিশ জায়ান্টরা। সে সঙ্গে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো ৯০। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে তারা। লিগে এখনও বাকি আছে ৩ ম্যাচ।

 

গ্রানাডার মাঠে গিয়ে প্রথমার্ধে তো গোলই পাচ্ছিলো না যেন তারা। তবে ৩৮তম মিনিটে গোলের তালা খোলেন ফ্রান গার্সিয়া। লম্বা সময় ধরে নিজেদের মধ্যে বল পাসিং করতে করতে খুব সহজেই গ্রানাডার জালে বল জড়ান গার্সিয়া।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে (৪৫+২ মিনিট) দ্বিতীয় গোল করেন তুর্কি তারকা আরদা গুলের। দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল আসে ব্রাহিম দিয়াজের পা থেকে।

 

৪৯তম মিনিটে ৩-০ করেন দিয়াজ। মরক্কোর এই ফুটবলার নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন ৯ মিনিট পর, ৫৪তম মিনিটে। লুকা মদ্রিচের পাস থেকে বল পেয়ে তিনি জড়িয়ে দেন গ্রানাডার জালে।

জিবি নিউজ24ডেস্ক//

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন