রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো চেন্নাই

এই ম্যাচ হারলে প্লে-অফে ওঠা অনেকটাই কঠিন হয়ে যেতো। চেন্নাই সুপার কিংস গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পেলো দারুণ জয়। রাজস্থান রয়্যালসকে হারালো ৫ উইকেটের বড় ব্যবধানে।

এই জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই। ১২ ম্যাচে তাদের সমান ১৪ পয়েন্ট চার নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের।

 

চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ৫ উইকেটে ১৪১ রানেই আটকে যায় দলটি। রিয়ান পরাগ ৩৫ বলে ১ চার আর ৩ ছক্কায় ৪৭ রানের হার না মানা ইনিংস। ১৮ বলে ২৮ করেন ধ্রুব জুরেল।

চেন্নাইয়ের পেসার সিমারজাত সিং ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

 

জবাবে দুই ওপেনার রাচিন রাবিন্দ্র আর অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটেই রান তাড়ার ভিত পেয়ে যায় চেন্নাই। রাচিন ১৮ বলে ২৭ আর রুতুরাজ ৪১ বলে করেন ৪২ রান। এছাড়া ড্যারেল মিচেল ১৩ বলে ২২ আর শিভাম দুবে ১১ বলে ১৮ করে দলের জয়ে অবদান রাখেন।

রবিচন্দ্রন অশ্বিন ২ উইকেট নিলেও খরচ করেন ৪৫ রান।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন