প্লে-অফে খেলার যে ক্ষীণ প্রদীপ জ্বলছিল গুজরাট টাইটানসের; বৃষ্টির ঝাপটায় সেই প্রদীপটি ধপ করে নিভে গেছে। গতকাল সোমবার রাতে গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচে একটি বলও গড়িতে দেয়নি বৃষ্টি। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই হয় ম্যাচের সমাধান।
বৃষ্টির কারণে গুজরাটের স্বপ্নভঙ্গ হলেও সুবিধা হয়েছে কলকাতার। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে লিগ পর্বে সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে কলকাতা।
লিগ পর্বের শেষ পর্যন্ত কেবল কলকাতাকে পেছনে ফেলার সুযোগ আছে রাজস্থান রয়্যালসের। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা। রাজস্থানের এখনো দুই ম্যাচ বাকি আছে। তারা যদি দুটি ম্যাচই জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ২০। আর কলকাতা যদি তাদের বাকি এক ম্যাচ হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট ১৯ ই থেকে যাবে। সেক্ষেত্রে কলকাতা থেকে এক পয়েন্ট বেশি শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে রাজস্থান।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন