শত কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে মামলা

ঋণ জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান ভুঁইয়াসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ মে) দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি দমন প্রতিরোধ আইন- ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

মামলায় ইউসিবিএলের সাবেক এমডি শাহজাহান ভূঁইয়া ছাড়াও ঋণ গ্রহীতা ব্যবসায়ী সমীর প্রসাদ দত্তকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহারে বলা হয়, ইউসিবিএল থেকে ২০১০ সালে মাত্র ১৩ কোটি টাকার সম্পদ জামানত রেখে ঋণ প্রদানের নিয়ম-নীতি তোয়াক্কা না করে মেসার্স দত্ত ট্রেডার্সের প্রোপাইটর সমীর প্রসাদ দত্তের নামে ৫৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। পরে ছয় মাস না যেতেই গ্রহীতা ঋণ প্রদানে ব্যর্থ হওয়ায় পরে তাকে ঋনের সুদ মওকুফ করে অবৈধ সুবিধা প্রদান করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ব্যাংকের ঋণের অর্থ সুদ-আসলসহ ১০৯ কোটি ২০ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন