জন্মভূমি রক্ষায় প্রতিবাদী 'গণস্বাক্ষর' প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবে কামরাঙ্গীরচরবাসী

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

রাজধানীর কামরাঙ্গীরচরে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা বাতিলের দাবীতে প্রতিবাদী 'গণস্বাক্ষর' নিচ্ছে ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। জন্মভূমি রক্ষায় প্রতিবাদী এই 'গণস্বাক্ষর' প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবে কামরাঙ্গীরচরবাসী ! 

আজ মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে ঢাকার কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় ১০৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা বাতিলের দাবীতে  'গণস্বাক্ষর' সংগ্রহ করছে ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। জন্মভূমি রক্ষায় প্রতিবাদী এই 'গণস্বাক্ষর' প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবে কামরাঙ্গীরচরবাসী ! যেকোনো মূল্যে জন্মভূমি রক্ষা করতে এলাকাবাসী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় আজ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালন করছে ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দের আহবানে সারা দিয়ে সাধারন মানুষ, ব্যবসায়ি, গৃহিণী, ছাত্র শিক্ষক, যানবাহন চালক, হিজড়া জনগোষ্ঠীসহ সকল স্তরের মানুষ 'গণস্বাক্ষর' এ স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছেন। 

কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির সহ-সভাপতি সাবের উদ্দিন বাবুল বলেন, "আজকের এই 'গণস্বাক্ষর' কর্মসূচী আমাদের  কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে। আমাদের কামরাঙ্গীরচরবাসীর ইচ্ছা, যদি সিটি কর্পোরেশন কামরাঙ্গীরচরে উন্নয়ন করে তাহলে আমাদেরকে সাথে রেখে করুক। আমরা সে কাজে সাথে থাকব এবং একাত্মতা প্রকাশ করব। কিন্তু সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে অর্থাৎ ১০৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের এর অর্থ কিন্তু কামরাঙ্গীরচরবাসী বুঝে সিবিডি ও আইসিডি। এটা কামরাঙ্গীরচরবাসী চায় না। এজন্য কঠিন থেকে কঠিন  উদ্যোগ আমাদের আছে। আজকের এই গণস্বাক্ষর এই কঠিন আন্দোলনের একটা অংশ।"

কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মাদ ফারুক হোসেন বলেন, "উন্নয়নের নামে উচ্ছেদের যে পাঁয়তারা চলছে এটার প্রতিবাদ হিসেবে এই গণস্বাক্ষর। এটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মেয়র ও আমাদের এমপির কাছে যাবে, আমরা এই প্রকল্প চাই না। মেয়র মহোদয় বলেছিলেন সিবিডি ও আইসিডি করবেন না, তাহলে ১০৪ ফুট রাস্তার কোন প্রয়োজন নাই। আমরা মনে করি মেয়র মহোদয় এখনো ক্লিয়ার হন নাই আর আমাদের যে আতংক সেটা কাটে নাই।।"

মেয়রকে উদ্দেশ করে তিনি আরও বলেন, নিঃস্ব হওয়ার কি যন্ত্রণা সেটা অনুধাবন করতে পারেন নাই।আপনি একবার ভাবেন, আমরা ২০ লক্ষ পরিবার এখান থেকে উচ্ছেদ হয়ে অন্য কোথায় যাব একবার চিন্তা করে দেখেন।"

স্থানীয় বাসিন্দা মোহাম্মাদ সোয়েব আহমেদ বলেন, "১০৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা  বাতিলের দাবীতে আমরা এলাকাবাসীরা গণস্বাক্ষর দিচ্ছি। এই গণস্বাক্ষর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে দিব যেন অবিলম্বে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা  বাতিল করা হয়। কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষ উচ্ছেদ আতঙ্ক ভুগছে। অনেকে সারা জীবনের পুজি খাটিয়ে একটি ফ্ল্যাট কিংবা জমি কিনেছেন কামরাঙ্গীরচরে। জীবনের শেষ সম্ভল হারিয়ে তারা কোথায় যাবে? এসব বিবেচনায় না নিয়ে, বাসিন্দাদের সঙ্গে আলাপ আলোচনা না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণ আমরা মানতে রাজি না।"

৫৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মাদ জাহিদ মাষ্টার মেয়র মহোদয়কে উদ্দেশ্য করে বলেন, "আমরা ছোট থেকে বড় হয়েছি এই কামরাঙ্গীরচরে। আমার চার পুরুষ এখানে অতিবাহিত করেছেন। আমরা তিলে তিলে গড়ে দাড় করেছি জীবনের সর্বস্ব কিছু ব্যয় করে। গ্রামের জমিজমা বিক্রি করে এবং যা কিছু কামিয়েছি তা দিয়ে এখানে মাথা গোঁজার ঠাই করেছি। কিন্তু কামরাঙ্গীরচরে আমরা থাকতে পারবোনা, কেন ?  ১০৪ ফুট রাস্তা করবে সিটি কর্পোরেশন। এটা মানতে পারবোনা। আমাদের ১০৪ ফুট প্রশস্ত রাস্তা ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা আমাদের দরকার নাই। যেখানে লালবাগের রাস্তায় দুইটা রিক্সা প্রবেশ করতে পারেনা, কিন্তু আমাদের এখানে বড় বড় ভ্যান, ট্রাক একসাথে ঢুকতে পারে। আপনি কার কাছে উন্নয়ন দিতে চান, আমি যেখানে থাকতে পারবনা, আমাদের মাথা গোঁজার আশ্রয় থাকবেনা, সে উন্নয়ন চাইনা।"

মেয়র মহোদয়কে আকুতি করে  ৫৭ নং ওয়ার্ডের রহমত বাগের বাসিন্দা মোহাম্মাদ আলী বলেন, "আমাদের এই উন্নয়ন দরকার নাই। আমাদের উন্নয়ন লাগলে আমাদের এলাকায় কাউন্সিলর সাইদুল মাতবর আছেন এবং ভাল ভাল নেতারা রয়েছেন তাদের কাছে বলব। আমাদের কামরাঙ্গীরচরে ১৩ বছর যাবত গ্যাস নাই, সেটা দেন।"

এদিকে, স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ প্রকল্প মানুষের মধ্যে আশার চেয়ে ভীতির সঞ্চার করছে বেশি। জনগণের উপকার না দেখে প্রকল্প নেয়া হলে কামরাঙ্গীরচরের মানুষ রুখে দাঁড়াবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গোলটেবিল বৈঠক, মানববন্ধনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি ও আন্দোলন করে আসছেন কামরাঙ্গীরচরবাসী বহুদিন ধরে। দিন দিন তাদের আন্দোলন আরো জোরদার হতে যাচ্ছে এবং ক্ষোভে ফুঁসে উঠছে কামরাঙ্গীরচরবাসী! জীবন দিয়ে রক্ষা করবে জন্মভূমি। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন