টোল দেওয়া নিয়ে তর্কের জের। এক পর্যায়ে টোল প্লাজার এক নারীকর্মীকে চাপা দিয়ে বেরিয়ে যায় গাড়িটি। সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে দিল্লি-মিরাট জাতীয় সড়কের কাশী টোল প্লাজার ঘটনা এটি।
পুলিশ এরই মধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই টোল প্লাজার ম্যানেজার জানিয়েছেন, ঘাতক গাড়ির চালককে টোল দিতে বলা হলে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এর পরেই গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক নারীটোলকর্মীকে চাপা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত চালক।
কাশী টোল প্লাজার ম্যানেজার অনিল শর্মা জানিয়েছেন, দিল্লি থেকে আসা একটি গাড়ির চালক আমাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। টোল চাওয়ার পরে তা না দিয়ে আমাদের এক কর্মীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। ওই কর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।
এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করতে টোল বুথ থেকে পাওয়া সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন