লা লিগার শিরোপা নিশ্চিত করার পরও থামেনি রিয়াল মাদ্রিদের জয়রথ। ঘরের মাঠে তো এক রকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রিয়াল। চলতি মৌসুমে লা লিগায় এখনো ঘরের মাঠে কোনো ম্যাচে হারেনি তারা। ২০১৯-২০২০ মৌসুমের পর এই প্রথম ঘরের মাঠে টানা অপরাজিত থাকলো কার্লো আনচেলত্তির দল।
চলতি মৌসুমে শুধু জয় নয়, মাঝেমধ্যে প্রতিপক্ষকে গোলবন্যায়ও ভাসায় রিয়াল। এবার ৩৬তম লিগ ম্যাচে আলাভেজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল মঙ্গলবার ১০ মিনিটে প্রথম গোল করেন জুড বেলিংহাম। এরপর ২৭ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন ভিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১) রিয়ালকে ৩-০ তে এগিয়ে বিরতিতে নেন ফেডেরিকো ভালভার্দে।
ম্যাচের ৭০ মিনিটে এসে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। এরপর আলাভেজের জালে শেষ পেরেকটি ঠুকে দেন আর্দা গুলার। এতে ৫-০ গোলের দারুণ জয় পায় রিয়াল।
চলতি মৌসুমে ৪ ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জিতে নিয়েছে রিয়াল। লিগে এটি তাদের ৩৬তম শিরোপা। এরপর বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে আনচেলত্তির দল। আগামী ১ জনু ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন