বাবা-মাকে গাড়ি কিনে দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন ফুড ব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান বা রাফসান দ্য ছোটভাই। তবে বাবা-মায়ের কোম্পানির নামে নেওয়া ঋণ শোধ না দিয়ে বিলাসবহুল গাড়ি কেনায় নতুন করে শুরু হয়েছে সমালোচনা।
অবশেষে ঋণের টাকা ফেরত না দেওয়া নিয়ে মুখ খুলেছেন এ ইউটিউবার। তার দাবি, ঋণের টাকা ও বন্ধকী জমি নিয়ে ব্যাংকের সঙ্গে ঝামেলা চলায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত না পাওয়ায় এখনো ঋণ শোধ করা যায়নি বলেও জানান রাফসান।
একইসঙ্গে সমালোচকদের একহাত নিয়েছেন এ ইউটিউবার। দিয়েছেন আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি।
রাফসান বাবা-মাকে অডি ব্র্যান্ডের গাড়ি কিনে দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল ২ কোটি টাকা দিয়ে গাড়িটি কেনা হয়েছে। তবে এর পরপরই সামনে আসে রাফসানের বাবা মো. জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেছা সেহেলির নেতৃত্বে চলা কোম্পানি ‘জ্যাক অ্যান্ড স্পেন্সার এক্সোসরিজের’ নামের আড়াই কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য।
২০১৬ সালে ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম করপোরেট শাখা থেকে নেওয়া এ ঋণ এখনও শোধ করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা।
মঙ্গলবার (১৪ মে) রাতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ সমালোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাফসান। একইসঙ্গে ক্ষোভ ঝাড়েন সমালোচকদের প্রতি।
ভিডিও বার্তায় রাফসান দাবি করেন, উপহার দেওয়া গাড়িটি দাম ২ কোটির আশপাশেও না। তবে বাবা-মায়ের কোম্পানির লোন নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি তিনি।
রাফসান জানান, ঋণের বিপরীতে বন্ধক দেওয়া জমিটি নিয়ে ব্যাংকের সঙ্গে কিছু ঝামেলা চলছে তার পরিবারের।
রাফসান বলেন, লোনের বিপরীতে বন্ধক দেওয়া জমিটির দাম বেশি হলেও ব্যাংক তা নিয়ে নিতে চাচ্ছে। তাই তার পরিবার আদালতের দারস্ত হয়েছে। এ পরিস্থিতিতে আদালত বিষয়টি স্থগিত রেখেছে বলে দাবি এ ইউটিউবারের। আদালতের সিদ্ধান্ত না পাওয়ায় ঋণ শোধ দেওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
এ সময় সমালোচকদের একহাত নেন রাফসান। গল্পের একপাশ শুনে তাকে মূল্যায়ন করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন।
রাফসান আরও দাবি করেন, টাকা মেরে দেওয়ার জন্য ঋণ নেওয়া হয়নি, ব্যবসা খারাপ চলায় ঋণ শোধ দেওয়া যায়নি। তবে আদালত সিদ্ধান্ত দিলে ঋণের টাকা শোধ করে দেওয়া হবে বলেও জানান। এ বিষয়টি নিয়ে সমালোচনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন এ ইউটিউবার।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন