বিশ্বকাপের আগমুহূর্তে সাকিবের রাজত্বে হাসারাঙ্গার হানা

সাকিব আল হাসান এতদিন ধরে টি-টোয়েন্টি অলরাউন্ডার  র‍্যাংকিংয়ের শীর্ষে। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এসে তার রাজত্বে ভাগ বসালেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আজ (বুধবার) আইসিসির সর্বশেষ হালনাগাদ  র‍্যাংকিংয়ে সাকিব ও হাসারাঙ্গা দুজনই আছেন এক নম্বরে। দুজনেরই রেটিং পয়েন্ট এখন ২২৮।  

 

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচে খেলে ৫ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি, করেন ১ এবং ২১ রান। তাতেই সাকিবের রেটিং ৩ কমেছে।

অলরাউন্ডার  র‍্যাংকিংয়ের তিনে থাকা মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ২১৮। বাংলাদেশ সিরিজে অলরাউন্ড পারফর্ম করে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২১০।

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরা হওয়া বাংলাদেশ পেসার তাসকিন আহমেদেরও  র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে। তিনি বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে।

 

অন্যদিকে জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচে খেলে ৩ উইকেট পাওযা মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়ে এসেছেন ২৫তম অবস্থানে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন