সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |
রাজধানীর কামরাঙ্গীরচরে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা বাতিলের দাবীতে 'গণস্বাক্ষর' নিচ্ছে ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। জন্মভূমি রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর কামরাঙ্গীরচরবাসীর গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে সর্বসাধারণের চলছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ !
আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে ঢাকার কামরাঙ্গীরচরের মজিবর ঘাট মধ্য ইসলাম নগর রহমতীয়া জামে মসজিদের সামনে গণস্বাক্ষর কর্মসূচীর আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দরা। কামরাঙ্গীরচরে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তার প্রকল্প বাতিলের দাবীতেই এই 'গণস্বাক্ষর কর্মসূচী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কামরাঙ্গীরচরে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তার প্রকল্প বাতিলের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষর সংগ্রহ করছে ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। জন্মভূমি রক্ষায় প্রতিবাদী এই 'গণস্বাক্ষর' প্রধানমন্ত্রীকে কাছে পৌঁছে দেবে কামরাঙ্গীরচরবাসী !
আজকের এই কর্মসূচীর শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি সুলতান মহিউদ্দিন, ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির সম্মানিত মুরুব্বি ও ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মোহাম্মাদ ফারুক হোসেন, কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির যুগ্ন আহ্বায়ক ও ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুন আহমেদ, মজিবর ঘাটের বাসিন্দা মোহাম্মাদ মুর্তজা কামাল, সোহেল মাহমুদ, কামরাঙ্গীরচরের বেবসায়ি হাজী মোহাম্মাদ শাহাবুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, "কামরাঙ্গীরচরে অন্তত ২০ লাখ মানুষ বসবাস করেন। সেখানে শত শত ভবন ভেঙে ও লোকজনকে উচ্ছেদ করে দক্ষিণ সিটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে চায়। এমন খবরে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা কামরাঙ্গীরচরে এমন প্রকল্প চাই না। এ প্রকল্প বাস্তবায়ন না করতে মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে অনুরোধ করছি।"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন