অপরাজিত থেকেই মৌসুম শেষ করলো লেভারকুসেন

জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়লো বায়ার লেভারকুসেন। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকেই পুরো মৌসুম শেষ করেছে তারা। লিগের সর্বশেষ ম্যাচে আউগসবুর্গকে ১-০ গোলে হারিয়েছে লেভারকুসেন।

শুধু নিজেদের দেশের লিগ নয়, ইউরোপীয় ফুটবলেও এখন পর্যন্ত অপরাজিত লেভারকুসেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে কোনো দল এক মৌসুমে টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকতে পারেনি।

 

এই রেকর্ডটি অবশ্য আরও আগেই করেছে লেভারকুসেন। মৌসুমের ৪৯ ম্যাচ অপরাজিত থাকতেই ইউরোপীয় ক্লাব ফুটবলে নতুন ইতিহাস লিখেছিল বুন্দেসলিগার ক্লাবটি।

এর আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল পর্তুগালের ক্লাব বেনফিকার। ১৯৬৩-৬৫ মৌসুমে টানা ৪৮ ম্যাচে অপরাজিত থেকেছিল তারা।

 

চলতি মৌসুমে আরও আগেই বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে লেভারকুসেন। এবার তাদের সামনে আছে ট্রেবল জয়ের সুযোগ। আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন।

এছাড়া আগামী ২৫ মে জার্মান কাপের ফাইনালে কাইজারলটার্নের বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন। এই দুই শিরোপা জিততে পারলেই ট্রেবল নিশ্চিত হবে তাদের।

 

বুন্দেসলিগার ৩৪ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। আর বাকি ৬ ম্যাচে ড্র করেছে তারা। ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই মৌসুম শেষ করেছে লেভারকুসেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন