বাইডেন দম্পতি কতটা সম্পদশালী, ঋণ কত ডলারের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন সম্পদের পরিমাণে সামান্য পরিবর্তনের কথা জানিয়েছেন গত বছর। এ সময় বই বিক্রি থেকে পাওয়া রয়্যালিটি কমেছে। এর বিপরীতে গৃহঋণ বেড়েছে। দেশটির কেন্দ্রীয় নথিপত্রে নিজের সম্পদের হিসাবে বাইডেন নিজেই এ তথ্য জানিয়েছেন।

অফিস অব গভর্নমেন্ট এথিকস কোনো ব্যক্তির সম্পদের সুনির্দিষ্ট পরিমাণ জানায় না। এর বদলে প্রতিষ্ঠানটি সম্পদের পরিসীমা (রেঞ্জ) প্রকাশ করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের সম্মিলিত সম্পদের সীমা ১০ লাখ ডলার থেকে ২৬ লাখ ডলারের মধ্যে।এর বিপরীতে জো ও জিল বাইডেনের সম্মিলিত দেনার পরিসীমা ৩ লাখ ৫০ হাজার ডলার থেকে ৮ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকস।

হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল বুধবার জো বাইডেন ও জিল বাইডেনের সম্পদের এই নথি প্রকাশ করা হয়েছে।২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনের আগে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অর্থায়ন–সংক্রান্ত আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন।

কর-সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, ২০২৩ সালে বাইডেন দম্পতির সম্পদের পরিমাণ ৭ শতাংশ বেড়ে ৬ লাখ ১৯ হাজার ৯৭৬ ডলারে পৌঁছেছে। তবে ট্রাম্পের সম্পদ নিয়ে কোনো তথ্য বা নথি প্রকাশ করা হয়নি।

প্রেসিডেন্ট বাইডেন ২০২২ সালে পরিবর্তনশীল সুদের হারে ১০ বছর মেয়াদি গৃহঋণ নিয়েছিলেন। বাড়ির বিপরীতে নেওয়া এই ঋণের পরিসীমা ১৫ হাজার ১ ডলার থেকে ৫০ হাজার ডলারের মধ্যে ছিল। এখন তা বেড়ে ১ লাখ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে হয়েছে। এ ছাড়া গত বছর বাইডেন দম্পতি নিজেদের লেখা একাধিক বই বিক্রি বাবদ ৬ হাজার ২০১ ডলারের কম রয়্যালিটি পেয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন