পারিবারিক জীবনের টানাপোড়েনের মাঝেও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া তার পেশাদারীত্বের পরিচয় দিয়েছেন। এর আগেও তার এমন পরিচয় পাওয়া গেছে। এবার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার যোগদানের খবর বেশি গুরুত্ব বহন করে। কারণ হাতে প্লাস্টার নিয়ে তিনি এ উৎসবে গিয়েছেন।
জানা গেছে, দিন কয়েক আগেই হাতে আঘাত পান ঐশ্বরিয়া। প্লাস্টার হাতে বেঁধেই উৎসবের লাল গালিচায় হাঁটলেন বছর পঞ্চাশ বছর বয়সী সাবেক বিশ্বসুন্দরী। কান চলচ্চিত্র উৎসব থেকে রোববার সকালে মুম্বাই ফিরেছেন ঐশ্বরিয়া। এবার তাকে হাসপাতালে যেতে হবে।
ঐশ্বর্যার ঘনিষ্ঠ সূত্রের জানা গেছে, গত সপ্তাহে কব্জির হাড় ভেঙে যায় তার। সে কারণেই প্লাস্টার করতে হয়েছিল। তবে কান চলচ্চিত্র উৎসবের ঐতিহ্যর কথা মাথায় রেখে শারীরিক অবস্থাকে পাত্তা না দিয়েই যান সেখানে। এতে আবারও স্পষ্ট হয়, তিনি কতটা পেশাদার! যদিও কানে যাওয়ার সময় থেকে লাল গালিচায় হাঁটা ঐশ্বরিয়ার ছায়াসঙ্গী ছিল মেয়ে আরাধ্যা।
শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া চিকিৎসকদের পরামর্শ নিয়েই ফ্রান্সের বিশ্ববিখ্যাত ওই চলচ্চিত্র উৎসবে অংশ নেন। আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেকবারই নজরকাড়েন ঐশ্বরিয়া। তার পোশাক থেকে মোহময়ী ভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় তিনি সবার সেরা। সম্প্রতি পারিবারিক সমস্যা ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল নিয়ে বার বার তিনি আলোচনায় এসেছেন। এর মধ্যেই হাতে আঘাত পান তিনি। কান যাওয়ার সময় চিত্র সাংবাদিকরা আহত হওয়ার কারণ জিজ্ঞেস করলেও, উত্তর দেননি ঐশ্বরিয়া। আলাদা করে কোনো বিবৃতিও আসেনি তার পক্ষ থেকে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন