বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী কানাডা

সুদূরপ্রসারী লক্ষ্য সামনে রেখে বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে আগ্রহী কানাডা। এতে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি উভয় দেশ লাভবান হবে বলে মনে করেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল জে থোপিল। 

গতকাল রবিবার বিকেলে রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাত্ করে পল জে থোপিলের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় পল জে থোপিল বলেন, এ ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে।

বিশেষ করে শ্রমিক অধিকার রক্ষা ও শ্রমনীতি প্রতিপালন এবং ট্যারিফ নির্ধারণের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব।

 

তিনি আরো বলেন, ‘কানাডা বহু সংস্কৃতিবাদ ও বৈচিত্র্যে বিশ্বাসী। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ সেখানে দীর্ঘকাল ধরে সহাবস্থান করে আসছে।

কানাডায় দক্ষ ও বিশ্বমানের সাইবার সিকিউরিটি ফার্ম রয়েছে। সে অভিজ্ঞতায় বাংলাদেশের সাইবার নিরাপত্তা সেক্টরেও আমরা কাজ করতে আগ্রহী।’

 

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, যা কানাডাসহ উন্নত দেশগুলোকে আকর্ষণ করেছে। বাংলাদেশে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অনেক দেশ বড় আকারে বিনিয়োগ করছে।

আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ, কম মজুরিতে দক্ষ শ্রমিক এবং প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘সরকার অবকাঠামো উন্নয়নে মনোনিবেশ করেছে। এরই মধ্যে পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ আরো বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। এসব বিবেচনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য।

বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আইসিটি বিভাগ কাজ করে যাচ্ছে। আমরা কানাডা থেকে বড় বিনিয়োগ চাই। কানাডার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের শিল্প খাতের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে চাই।’

 

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব নিলুফার নাজনীন, এস এম আলম, কামরুন নাহার সিদ্দীকা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন