লন্ডন ||জিবি নিউজ ||
১৯শে মে, রবিবার শেখ রাসেল মেমোরিয়াল অ্যাসোসিয়েশন ইউকে ও ২৬ টিভি, ইউকে’র যৌথ উদ্যোগে, প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও কালজয়ী একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল মেমোরিয়াল এসোসিয়েশনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও ২৬ টিভির সিইও জামাল আহমদ খানের পরিচালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, মুজিবুল হক মনি,মেহের নিগার চৌধুরী, সাহেদ আহমদ সাদ, মাহমুদুর রহমান শানুর,মিসবাহ জামাল,রিনা দাস, হোসনে আরা মতিন,স্মৃতি আজাদ, নাজমা হোসেন,মিফাতুল নুর, মামুন কবির চৌধুরী,আব্দুল কাদির চৌধুরী মুরাদ,আব্দুল বাছির, শাহ বেলাল প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু ও আব্দুল গাফফার চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা জিলু খান।
সভায় বক্তারা, জনাব আব্দুল গাফফার চৌধুরীর বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধা সহকারে স্মরণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন