ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসির মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ'র শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও কয়েকজনের মর্মান্তিক শাহাদাত হওয়ার ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন এবং ইরান সরকার ও ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেযারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (২০ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তারা বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। সেইসাথে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো যা পূরন হওয়া সহজসাধ্য নয়।

তারা আরও বলেন, ইরানের শহীদ এই প্রেসিডেন্ট ‘বিশ্ব মুসলাম সহ ফিলিস্তিনী জনগনের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়াত ইরানি প্রেসিডেন্ট সহ কর্মকর্তারা ফিলিস্তিনী জনগণের সমর্থনে এবং গাজার চলমান যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাসহ ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য ‘সম্মানজনক ও সাহসী অবস্থান’ গস্খহন করেছিলেন।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান এই বিরাট ক্ষতির প্রভাব কাটিয়ে উঠবে। মহান ইরানি জাতি তাদের প্রথাগত সাহসের মাধ্যমেই এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে দ্রুততম সময়ে। ইরানি জনগণের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যা এই গুরুতর সংকট মোকাবিলা করতে পারে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন