তথ্যপাচারের দায়ে খ্যাতিমান বিজ্ঞানীকে জেলে পাঠালো রাশিয়া

রাষ্ট্রদ্রোহের দায়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। আনাতোলি মাসলভ নামক ওই বিজ্ঞানী সাম্প্রতিক সময়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত রুশ বিজ্ঞানীদের মধ্যে একজন। তার বিরুদ্ধে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্য জার্মানিকে জানানোর অভিযোগ ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২১ মে) সেন্ট পিটার্সবার্গ শহরের একটি আদালতে পদার্থবিদ আনাতোলি মাসলভের (৭৭) বিরুদ্ধে ওঠা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হয়। এর পরপরই তাকে কারাদণ্ড দেওয়া হয়। এখন থেকে ১৪ বছর তাকে কঠোর নিরাপত্তায় ঘেরা একটি পেনাল কলোনিতে বন্দি থাকতে হবে।

​​​​​​​

রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আনাতোলি ও আরও কয়েকজন রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিজ্ঞানীদের এই দলটি শব্দের ১০ গুণ গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেছেন।

 

আনাতোলি রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের তাত্ত্বিক ও ফলিত মেকানিক্স ইনস্টিটিউটের প্রধান গবেষক ছিলেন। তার সঙ্গে কাজ করা আলেকজান্ডার শিপলিউক ও ভ্যালেরি জেভেগিন্টসেভ নামক দুই বিজ্ঞানিকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা দুজন বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন।

 

মাসলভের আইনজীবী ওলগা দিনজে বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে তাদের। মাসলভ দেশদ্রোহী কোনো কাজ করেননি।

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে এই কর্মসূচি নিয়ে যেকোনো তথ্য অন্য কোনো দেশের সঙ্গে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ ও রাষ্ট্রদ্রোহের সামিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন