ঢাকা || জিবি নিউজ ||
পুরান ঢাকার মৌলভীবাজার ব্যাবসায়ী সমিতির মত বিনিময় সভা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দেয়া হয় গণসংবর্ধনা। সোমবার (১০ নভেম্বর) মৌলভীবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি হাফেজ হাজী এনায়েত ঊল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৭আসনের সংসদ সদস্য হাজী মোঃ সেলিম, সাবেক সংসদ সদস্য ডাঃ মোস্তফা জালাল মহীউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির ।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে তাপস বলেন, সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পুরো যাতায়াত ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি। কিছু বাস সার্ভিস ছাড়া ঢাকাবাসী গণপরিবহনের তেমন কোনো সুযোগ পান না। নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা অনেক সময় কষ্ট করে হেঁটে পথ চলেন।
আর যানজটের সংকট তো আছেই। যানজটের কারণে প্রতিদিনের কাজের জন্য ঢাকাবাসীকে রীতিমতো সংগ্রাম করে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। তিনি বলেন, সব দেশেই পুরোনো শহরের আলাদা একটি মর্যাদা, সম্মান ও সৌন্দর্য রয়েছে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে আট লেনের রাস্তা থাকবে। একটি রাস্তায় মানুষ হাঁটবে। তিনটি রাস্তায় রিকশা, সাইকেল ও ঘোড়ার গাড়িসহ ধীরগতির যানবাহন চলবে। চারটি রাস্তায় চলবে দ্রুতগতির যানবাহন। আবার দৃষ্টিনন্দন পার্কও থাকবে। জনগণ যেটা পছন্দ করবে, সেটা ব্যবহার করবে। ঢাকায় ঘোড়ার গাড়িও চলবে। আবার সাইকেল চালানোর আলাদা জায়গাও থাকবে। মানুষ যেখানে হেঁটে যেতে চায়, সেখানে সে হেঁটে যেতে পারবে। তিনি আরও বলেন, আন্তজেলা বাসগুলোকে আর ঢাকা মহানগরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না।
বাইরের বাসগুলোকে ঢাকা শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তজেলা বাসটার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে। শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তজেলা বাসটার্মিনালে যাত্রী নামিয়ে দেওয়ার পর সেসব টার্মিনাল থেকে সিটি সার্ভিস বা এমআরটি বা সেবা প্রদানকারী বাহনের মাধ্যমে যাত্রীরা নিজ গন্তব্যে যাতায়াত করবেন। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এফবিসিসিআই'র পরিচালক হাফেজ হারুন অর রশিদ, আবু মোতালেব,৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আলমগীর, বাফূফে সদস্য হাজী টিপূ সুলতান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কাবুল, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আঊয়াল হোসেনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন এবং চকবাজার জোনের এডিসি,এসি, ওসি ও বিভিন্ন ব্যাবসায়ী নেত্রীবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন