বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে ৭ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। গতকাল মঙ্গলবার (২১ মে) দুপুরে নবীগঞ্জ ও বাহুবল দুটি উপজেলার একাধিক ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারীসহ ২ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন। এ ছাড়া ইজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন ও মুড়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জনকে আটক করা হয়। সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রায়ের পর বিষয়টি নিশ্চিত করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রট রিয়াজ উদ্দিন।
অপরদিকে, বাহুবল উপজেলায় জাল ভোট দিতে গিয়ে স্কুল ছাত্র সহ ৩ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামের ১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সাজা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আলিম। অপর ২ জন স্কুলছাত্র হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন