বাংলাদেশি মালিকানাধীন টুকিও সেট গ্রুপের প্রতিষ্ঠান হুদ খালিজী পারফিউমসের নতুন শোরুম উদ্বোধন

মোহাম্মদ সেলিম  || আরব আমিরাত প্রতিনিধি||

গত শুক্রবার (১৭ মে) দুবাই দেরা  গোল্ড মার্কেট এলাকায় বাংলাদেশি মালিকানাধীন টুকিও সেট গ্রুপের প্রতিষ্ঠান হুদ খালিজী পারফিউমসের নতুন শোরুম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের বাংলাদেশের 
রাষ্ট্রদূত আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত 
 উপস্থিত ছিলেন- দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দুবাই গোল্ডেন ভিসা প্রাপ্ত সিআইপি মো. মাহাবুব আলম মানিক, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, সি আই পি সোহেল রানা,সহ সামাজিক  সাংবাদিক,সাংস্কৃতিক,  রাজনৈতিক,  বাংলাদেশী কমিউনিটি ছাড়া অনেক দেশের লোকের সমাগমহয়,উপস্থিত অতিথিরা
আমিরাতের ভিসা জটিলতা দ্রুত সমাধানের আহবান জানান রাষ্ট্রদূতের কাছে, রাষ্টদূত মোহাম্মদ আবুজাফর এবং  কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন,খুব দ্রুত এর সমাধান হওয়ার সম্ভাবনা আছে, এছাড়াও আরো বলেন  মরুর বুকে বাংলাদেশীদের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। আমিরাতে বাংলাদেশি পারফিউম ব্যবসায়ীরা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। তারা পর্যায়ক্রমে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করে আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করছেন। এই ব্যবসা ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকুক এ প্রত্যাশায় তিনি বলেন, আমিরাতে আরো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান হবে অনেক বাংলাদেশীর। 
শেষে আগত অতিথিদের নিজ কোম্পানির পারফিউমস উপহার দেন প্রতিস্টানের পরিচালক মোহাম্মদ মাহাবুব আলম মানিক সি আইপি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন