বাঁচা-মরার ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কারণ, তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। এবার শান্তর দলকে প্রমাণ করতে হবে, গেল মঙ্গলবারের ম্যাচটি ছিল অঘটন।
আজ বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ভিউতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৩ রানের মামুলি সংগ্রহ তুলেছিল শান্তর দল। জবাবে ৩ বল হাতে রেখেই জয় পেয়েছে স্বাগতিকরা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন