বলিউডে ফিরছেন লাস্যময়ী তনুশ্রী দত্ত!

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

তনুশ্রী দত্ত, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীর নাম। ‘আশিক বানায়া আপনে’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় ঝড় তোলা তনুশ্রী হঠাৎ করে অভিনয় ছেড়ে দিলেও আবারো ফিরছেন বলিউডে।

সামাজিক যোগাযোগ মাধম্যে নিজেই এ ঘোষণা করেন অভিনেত্রী। ২০১০ সালে তার শেষ সিনেমা ছিল ‘অ্যাপার্টমেন্ট’। সিনেমা থেকে বিরত থাকলেও অভিনেত্রীদের ওপর হওয়া যৌন হেনস্থার প্রতিবাদে ‘#মিটু’ মুভমেন্ট নিয়ে বেশ সরব হয়েছিলেন তিনি।

 

এবার ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, তিনি ওয়েব সিরিজ আর ছবির কাজ করবেন। অভিনেত্রী লেখেন, অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি। এটা ভুল। ওখানকার আইটি কোম্পানি আমায় কাজের অফার দিলেও আমি সেই কাজ করিনি। আমি মুম্বাইতে আমার অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চাই। দিনের শেষে আমি একজন শিল্পী। মুম্বাইতে আমার পরিচিতি আছে। তাই দেশে ফিরে কাজ শুরু করেছি।

তনুশ্রী জানান, এই করোনার সময় শুট শুরুর কোনো নির্দিষ্ট দিন তিনি তার অনুরাগীদের জানাতে পারছেন না। যদিও সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য শুট করেছেন তিনি। ছবিতে ফেরার জন্য তনুশ্রী ১৫ কেজি ওজন কমিয়েছেন বলেও জানিয়েছেন।

অভিনেত্রী বলেন, এবার আমি আরো ভালো কাজ বাছাই করব। খারাপ অভিজ্ঞতা থেকে যা শিখেছি তা পরবর্তী কালে কাজে লাগাব। কেবল মেধাবী, নামী এবং ভালো মনোভাবের নির্দিষ্ট লোকদের সঙ্গেই শুধু কাজ করব।

ইন্ডাস্ট্রির ‘এ-লিস্ট’র নির্মাতা বা অভিনেতাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তনুশ্রী। ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তনুশ্রী দত্তের। এরপর ‘আশিক বানায়া আপনে’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন