নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রয়াত পল ভ্যালনের স্মরণে ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সভা

 হাকিকুল ইসলাম খোকন, গত বুধবার ,১৫ মে ২০২৪ ,সন্ধ্যা সাতটায়  মুলধারার জনপ্রিয় বুরবন স্ট্রীট রেস্টুরেন্ট ৪০-১২,বেল ব্লুবার্ড ,বেসাইড এ মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাব (সিডিসি )”র সাবেক প্রেসিডেন্ট   নিউইয়র্ক কাউন্সিলম্যান  পল ভ্যালনের স্মরণে  এক সভা  অনুষ্ঠিত হয়েছে । ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাব (সিজিস)”র এর প্রেসিডেন্ট চক অ্যাপ্লিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরন সভায় প্রয়াত কাউন্সিলম্যানের সহধর্মিনী ,দুই তনয়া ও একমাত্র তনয় উপস্থিত স্বরন  সভায়  সবার প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেছেন ।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জজ কেসানডা এ জনসন,কুইন সিভিল কোর্ট জজ প্রার্থী শরিকা ন্াসের কুলার এবং ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নির্বাচিত প্রথম বাঙালি    সম্পাদক দেলোয়ার মানিক প্রমুখ সহ আরো অনেকে ।খবর বাপসনিঊজ ।এতে উপস্থিত ছিলেন ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সাবেক বোর্ড অফ ট্রাস্টি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।প্রয়াত  কাউন্সিলম্যান পল ভ্যালনের এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয় ।শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সভা শেষ করা হয় ।
ছবিতে বাথেকে দেলওয়ার মানিক,জজ কেসানডা এ জনসন এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন