মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার শহরের একটি ভাড়াটিয়া বাসা থেকে ইসলামী ব্যাংক লিমিটেড কর্মচারি নুরুল আজাদ সুমন (২৮) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩মে) রাতে মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী ভাড়াটিয়া বাসার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নুরুল আজাদ সুমন চট্টগ্রাম জেলার পটিয়া গ্রামের মৃত ডাক্তার হাশেম এর ছেলে। সে দীর্ঘদিন ধরে মৌলভীবাজার গোবিন্দশ্রী এলাকাযর একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,সুমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মৌলভীবাজার শাখায় অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। কি কারনে সে গলায় ফাঁস লাগিেেয় আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

মৌলভীবাজারে ব্যাংক কমর্কতার মৃতদেহ উদ্ধার

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন