১০ ওভারে শেষে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৯৬। পরের ১০ ওভারে পাকিস্তানি বোলারদের সামলে মোটে ৮৭ রান নিতে পারলো ইংলিশরা।
শেষ ৫ ওভারে আরও চেপে ধরেন শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা। শেষ ওভারে মোহাম্মদ আমির ১৪ রান খরচ করার পরও শেষ ৫ ওভারে মাত্র ৩৯ রানে ইংল্যান্ডের ৪টি উইকেট তুলে নেয় পাকিস্তান।
বার্মিংহ্যামে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৩ রানেই আটকে গেছে ইংল্যান্ড। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৮৪।
বাটলার ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া উইল জ্যাকস ২৩ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ আর শেষদিকে জোফরা আর্চার ৪ বলে করেন অপরাজিত ১২।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৩৬ রান খরচায় নেন ৩টি উইকেট। ইমাদ ওয়াসিম মাত্র ১৯ রানে এবং হারিস রউফ ৩৪ রানে নেন দুটি করে উইকেট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন