মৌলভীবাজারে ছেলেদের বিরুদ্ধে মিথ্যাচারে মায়ের প্রতিবাদ

 জিবিনিউজ 24 ডেস্ক //

পুত্র শহীদ খান, শাহেল খান, সুমেল খানকে জড়িয়ে সতীনের পুত্রবধু রোশনা বেগমের মিথ্যাচারের প্রতিবাদে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন কুলাউড়া উপজেলার কলিমাবাদ গ্রামের মেহেরুন নেছা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখেন মেহেরুন নেছা।

তিনি বলেন, তার ছেলে শাহেল খান শারিরীকভাবে প্রতিবন্ধী। সে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা পায়। তার ছেলেদের বিরোদ্ধে মিথ্যা হয়রানিমূলক ৭টি মামলা করা হলেও তাদেরকে আদালত বেকসুর খালাস প্রদান করেছেন।

আরো বলেন, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনকারী রোসনা বেগমের দেবর সুমন খান ভাটেরা রাবার বাগানের মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। গত ২০১৮ সালের ৩ আগস্ট রোসনার দুই ছেলে রাজিব খান ও নাজিম খান স্থানীয় ফুলের তল বাজারে দেশীয় অস্ত্র দিয়ে ছেলে সুমেল খানকে হামলা করে। এ ঘটনায় তাদের বিরোদ্ধে মামলা রয়েছে (মামলা নং-২৭৬/২০১৮)। রোসনা বেগমের জুলুম-নির্যাতনের কারণে তার বড় ভাসুর সুজন খান নিজ বাড়ী ছেড়ে স্ব-পরিবারে অন্যত্র চলে যান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোক্তভূগীর ছেলে শাহেল খান বলেন, তার একটি গাভী বিগত ২০১৮ সালে রোসনা বেগমের ছেলেরা মেরে ফেলে। পরে তারা গাভীর মূল্য ২০হাজার টাকা পরিশোধ করে। এরপর থেকে হিংসার বশবর্তী হয়ে এ ঘটনাগুলো ঘটাচ্ছে।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনকারী রোসনা বেগম, তার স্বামী কামাল খান, ছেলে নাজিম খান, রাজিব খান, রাখি খান, দেবর জুবেল খান, সুমন খান ও ছোট জাল সাজিয়া বেগম সহ মুখোশধারী কিছু ব্যক্তির কারণে তিনিও তার পরিবার আজ অসহায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বড় ছেলে শহীদ খান, মেঝো ছেলে শাহেল খান, ছোট ছেলে সুমেল খান ও তার সতীনের বড় ছেলে মৃত সুজন খানের পুত্র মো. ফরহাদ খান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন