মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ট্রাক্টর উল্টে চালকসহ আহত ৭

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান চা পাতা বোঝাই একটি ট্রাক্টর উল্টে চালকসহ ৭ জন আহত হয়েছেন।

জাতীয় উদ্যানের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার বেলা ২টায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, প্রেমনগর চা বাগান থেকে উত্তোলিত চা পাতা নিয়ে একটি ট্রাক্টর পাত্রখোলা চা বাগানে যাচ্ছিল। ট্রাক্টরটি খুবই দ্রুত গতিতে চালানোর কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বাঁক এলাকা অতিক্রমকালে উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক মিঠুন মুন্ডা, শ্রমিক ভিক্টর মাহারা, লাল বাবু বাউরী, ধীর তাঁতী, ভগীরত কুর্মি, অর্জুন কুর্মি ও সরদার মানিক চাঁন মুদী আহত হয়েছেন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রেমনগর চা বাগানের সহকারি ব্যবস্থাপক আমিনুল ইসলাম ফকির, বলেন ঘটনার খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে আসেন। সড়কের বাঁক অতিক্রমকালে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টর উদ্ধারের চেষ্টা করছেন বলেও তিনি জানান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এসআই ফয়েজের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন