মিজানুর রহমান মিজান
=============================
একা আসা একা যাওয়া এ ভবের খেলা
কত এলেন কত গেলেন সবই একেলা।।
যিনি পাঠালেন তিনি নিবেন এটাই নিয়ম
আসা যাওয়া মধ্যে চাওয়া হঠাৎ ফুরায় দম
সময় হলেই যেতে হবে ফেলে ভবের মেলা।।
কত হয় অত্যাচারী, শক্তি গায়ে দিনেক চারি
স্থায়ী নয় দুনিয়াদারী, কতজনের আহাজারী
অত্যাচারের বোঝা ভারী, যায় না নিষ্ফলা।।
শুধু করে খাই খাই, সঞ্চারীতে পাই পাই
ভোগ করে সবাই, আনন্দ ফুর্তিতে কাটাই
দায় দেনার ভাগ নেয় না কেহ বিদায় বেলা।।
নির্যাতীতের কান্দন, হয় সদা বরিষণ
আসলে সমন, দেখে শুধু বদন
সকলই ব্যস্ত সব দিয়ে ক্ষান্ত নাই কেহ অবেলা।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন