কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত ‘আনোরা’। শন বেকারের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস। এর আগে তাঁর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন আরেক কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা। নিউ ইয়র্কের নাইটক্লাবের একজন নৃত্যশিল্পীকে কেন্দ্র করে আনোরার গল্প।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিকি ম্যাডিসন।
গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হয় কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজন। পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হয়েছে অনুষ্ঠানটি।
সেখানে গ্রাঁ প্রিঁ পেয়েছে ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
তাঁর হাতে পুরস্কার তুলে দেন মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিস। ওই সময় মঞ্চে পায়েলের পাশে ছিলেন চলচ্চিত্রটির অভিনেত্রী কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম। চলচ্চিত্রটির মাধ্যমে দীর্ঘ ৩০ বছর পর ভারতীয় সিনেমা হিসেবে কানের মূল প্রতিযোগিতা বিভাগে নাম লেখায় ভারত। এবার পুরস্কার জিতে গড়ল ইতিহাস।
এবার উত্সবটিতে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন পর্তুগালের মিগেল গোমেজ। ‘গ্র্যান্ড ট্যুর’ চলচ্চিত্রের জন্য এই স্বীকৃতি পান তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জার্মান পরিচালক ভিম ভেন্ডার্স।
প্রখ্যাত ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে নির্মাতাকে চাবুক মারা ও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
তবে দণ্ড মাথায় নিয়ে ইরান থেকে পালিয়ে কান চলচ্চিত্র উত্সবে হাজির হওয়া রাসুলফ স্পেশাল জুরি পুরস্কার পেয়েছেন।
সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে ফ্রান্সের কোরালি ফারজাঁ পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’। তিনিই এর চিত্রনাট্যকার। মূল প্রতিযোগিতা বিভাগে দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছে চলচ্চিত্রটি। জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো সেরা চিত্রনাট্যের পুরস্কার তুলে দেন।
সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন মার্কিন তারকা জেসি প্লেমন্স। গ্রিসের ইয়োর্গোস লানতিমোস পরিচালিত ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ চলচ্চিত্রের সুবাদে এই স্বীকৃতি পান তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেত্রী-পরিচালক মেলানি লরোঁ।
সেরা অভিনেত্রী হয়েছেন একসঙ্গে তিনজন। তাঁরা হলেন সেলেনা গোমেজ, আদ্রিয়ানা পাজ ও কার্লা সোফিয়া গাসকোন। ফ্রান্সের জ্যাক অদ্রিয়াঁর পরিচালিত ‘এমিলিয়া পেরেস’ চলচ্চিত্রের সুবাদে এই স্বীকৃতি পেলেন তাঁরা। জুরি প্রাইসও পেয়েছে এমিলিয়া পেরেস। নির্মাতা জ্যাক অদ্রিয়াঁরের হাতে পুরস্কার তুলে দেন কানাডিয়ান পরিচালক জেভি দোলান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ক্রোয়েশিয়ার নেবোজা স্লিজেপসেভিক পরিচালিত ‘দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট’।
ক্যামেরা দর পুরস্কার জিতেছেন নরওয়ের পরিচালক হল্ফদান উলমন তন্দেল। তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরমান্ড’ নির্বাচিত হয় আঁ সাঁর্তে রিগা বিভাগে। তাঁকে পুরস্কার তুলে দেন ক্যামেরা দর পুরস্কারের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী এমানুয়েল বেয়াঁ ও বেলজিয়ান-কঙ্গোলিজ সংগীতশিল্পী-নির্মাতা বালোজি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন