আইপিএল ফাইনাল কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

আইপিএলের ফাইনালে মুখোমুুখি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দরাবাদ। কার হাতে উঠবে শিরোপা? কলকাতার তৃতীয় নাকি হায়দরাবাদের দ্বিতীয়? এসব প্রশ্নের জবাব দিতে যথাসময়ে টস করতে নেমেছেন দুই দলের অধিনায়ক।

আজ রোববার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে হায়দারাবাদের। টস জিতে অনুমিতভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। যে কারণে আগে বোলিং করবে শ্রেয়াস আয়ারের কলকাতা।

 

কলকাতা আজ মাঠে নেমেছে তৃতীয় শিরোপার খোঁজে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর ৯টি আসর গেলেও আর শিরোপা জিততে পারেনি তারা। যদিও ২০২১ সালের আসরে ফাইনালে উঠেছিল কলকাতা। সে আসরে কেকেআরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।

অপরদিকে হায়দরাবাদ এর আগে একবার শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মোস্তাফিজ। সেই দলটি এরপর আর শিরোপার দেখা পায়নি। অবশেষে দ্বিতীয় শিরোপার সামনে হায়দরাবাদ।

 

 

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাতি, এইডেন মার্করাম, নিতিশ রেডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদখত, টি নটরাজন।

বিজ্ঞাপন

কলকাতা নাইট রাইডার্স একাদশ

 


রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনিল নারিন, ভ্যাঙ্কতেশ আয়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন