বাংলাদেশে এত ফ্যান দেখে উচ্ছ্বসিত কুরুলুস ওসমানের বুরাক

বাংলাদেশে এত ফ্যান দেখে উচ্ছ্বসিত বলে জানিয়েছেন জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের অভিনেতা বুরাক অ্যাজিভিট।

তিনি বলেন, ‘আমি বিভিন্ন দেশে গিয়েছি, তবে বাংলাদেশিদের মতো এত আবেগি ফ্যান দেখিনি। আপনারা আমার সিরিজ দেখেন তা আমি জানি।’

 

রোববার (২৬ মে) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আৰ্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অনুষ্ঠানে এ উচ্ছ্বাসের কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক অ্যাজিভিট’র ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বুরাক অ্যাজিভিট বলেন, ‘আমি কয়েকটি জনপ্রিয় সিরিজ করেছি। তার মধ্যে কুরুলুস ওসমান আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের। আপনারা আমার সিরিজ দেখেন তা আমি জানি।’ এসময় তিনি সবাইকে হাত নেড়ে ও ইশারায় নিজের ভালোবাসা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে সিঙ্গার থেকে জানানো হয়, চলতি বছরের শুরুতে অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, নতুন কনসেপ্ট স্টোর ও ওয়ার্কস্পেস সহ বেশকিছু রূপান্তরের ঘোষণা দেয় সিঙ্গার বাংলাদেশ। এ রূপান্তরের মাধ্যমে বাংলাদেশে কচ গ্রুপ ও আর্চেলিকের বৈশ্বিক দক্ষতা ও মান নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে এত ফ্যান দেখে উচ্ছ্বসিত কুরুলুস ওসমানের বুরাক

এ বিষয়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএইচএম ফাইরোজ বলেন, আমাদের কার্যক্রমের মূল স্তম্ভ গ্রাহক। বাংলাদেশের ক্রেতাদের জন্য সমসাময়িক ও বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করতে সিঙ্গার বাংলাদেশ কার্যক্রমে পরিবর্তন এনেছে। বাংলাদেশের মানুষের জীবন ও এই খাতে অবদান রাখতে বৈশ্বিক দক্ষতা ও মান নিয়ে আসার মাধ্যমে দেশের শীর্ষ ব্র্যান্ড হতে চায় সিঙ্গার।

ফাইরোজ আরও বলেন, অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে অনেক জনপ্রিয়। তিনি গত কয়েকদিন ধরে আমাদের অতিথি হিসেবে ছিলেন। ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তুরস্কের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে। তুর্কি মান ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে আমরা আমাদের রূপান্তর যাত্রা শুরু করেছি। এ সফল রূপান্তর যাত্রার গল্প আমরা ক্রেতাদের সঙ্গেও ভাগাভাগি করে নিতে চাই। আমাদের বিশ্বাস, ক্রেতাদের কাছে এই গল্প তুলে ধরতে বুরাক অ্যাজিভিট সবচেয়ে উপযুক্ত।

 

এ বিষয়ে আৰ্চেলিকের সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক হানদান আবদুর রাহমানোগলু বলেন, সিঙ্গার বাংলাদেশ অধিগ্রহণের পর থেকে স্থানীয় বাজারে বৈশ্বিক দক্ষতা ও মান নিয়ে আসার চেষ্টা করছে আর্চেলিক। এ দেশের মানুষের জীবনমান উন্নত করতে ও কনজ্যুমার ডিউরেবলস খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা তুরস্ক থেকে বাংলাদেশে সেরা সব অভিজ্ঞতা নিয়ে আসার চেষ্টা করছি। উৎপাদন, রিটেইল অভিজ্ঞতা ও কর্মীবান্ধব কর্মস্থল নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের বৈশ্বিক দক্ষতাকে কাজে লাগিয়ে সিঙ্গার বাংলাদেশের সব ধরনের কার্যক্রম উন্নত করতে প্রয়োজনীয় রূপান্তর নিয়ে আসছি আমরা। সিঙ্গার বাংলাদেশের এই যাত্রায় বুরাক অ্যাজিভিটকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন