উপকূলীয় জেলায় ভাটা শুরু, জলোচ্ছ্বাসের ঝুঁকি কমার সম্ভাবনা

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টি আজ রবিবার (২৬ মে) রাত ১০টার মধ্যে বাংলাদেশের পটুখালী উপজেলার খেপুপাড়া দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের আতঙ্কের মধ্যে উপকূলবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে সাগরে শুরু হওয়া ভাটা। সন্ধ্যা ৬টার পর ভাটা শুরু হয়েছে সাতক্ষীরা জেলায়।

এটি চলবে রাত প্রায় ১১টা পর্যন্ত। অন্যদিকে বাগেরহাটে দুপুর ৩টার দিকে ভাটা শুরু হয়েছে। এটি চলবে রাত ১০টা পর্যন্ত। কালের কণ্ঠ’র সাতক্ষীরা ও বাগেরহাট প্রতিনিধি এসব তথ্য জানান।

তবে শুরু হওয়া ভাটায় তুলনামূলক কম পানি কমছে বলে জানান তারা।

 

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের সময় ভাটার তীব্রতা থাকলে জলোচ্ছ্বাসের ঝুঁকি কমাতে সহায়তা করে।

আজ রবিবার (২৬ মে) দুপুরে বিশেষ এক বিজ্ঞপ্তিতে নদীবন্দর, সমুদ্রবন্দর ও উপকূলীয় ১৬ জেলায় বিপৎসংকেত জারি করে আবহাওয়া অফিস।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন