জিবি নিউজ ||
গত ২৫ মে শনিবার চ্যারিটি সংস্থা দি হেভেন ফাউণ্ডেশনের চতুর্থ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং দি হেভেন ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইন্জিনিয়ার মনির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের সভাপতি ইসহাক চৌধুরী ও সাধারন সম্পাদক ওসমান ফয়সল ,মেঘনা গ্রূপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া ,কমিউনিটি নেতা সেলিম চৌধুরী ,ফসিহ উদ্দিন আহমদ ,ইমরুল কয়েস ,সাংবাদিক মোস্তফা ,সমাজসেবী আনোয়ার হোসেন শাওন ,তারিক আলী ,মিসেস জেসি বেগম প্রমুখ ।সভায় বক্তারা -দি হেভেন ফাউণ্ডেশনের চ্যারিটিমূলক কাজের ভূঁয়শী প্রশংসা করেন ও চ্যারিটির প্রতিষ্ঠাতা মনির মাহমুদকে অশেষ ধন্যবাদ জানান ।
সভায় দোয়া পরিচালনা করেন সোনাকান্দার পীর সাহেব হাফেজ মাওলানা হাসান আহমদ ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন