সিরিজ নিশ্চিত আগেই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটা তাই জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ ছিল ক্যারিবীয়দের কাছে। সেটাও পেরেছে। তৃতীয় ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ব্রেন্ডন কিংয়ের দল।
জ্যামাইকায় প্রথমে ব্যাট করে ১৬৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারের কেউই সুবিধা করতে পারেনি। ৫০ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। ভারপ্রাপ্ত অধিনায়ক ফন ডার ডুসেন চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।
তাঁর ব্যাট থেকে আসে ৩১ বলে ৫১ রান। এছাড়া মাল্ডার করেন ২৮ বলে ৩৬ রান। ক্যারিবীয়দের হয়ে ওবেদ ম্যাকয় নেন ৩ উইকেট। শামার জোসেফ ও গুডাকেশ মোটির শিকার দুই উইকেট।
রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। কিং ও জনসন চার্লসের তাণ্ডবে পাওয়ার প্লের ৬ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮৩ রান। এ দুজনে যোগ করেন ৯২ রান। ৯ চার ও ৫ ছক্কায় ২৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন চার্লস। ২৮ বলে ৪৪ করেন কিং।
এরপর বাকি কাজটুকু সারেন অপরাজিত ৩৬ রান করা কাইল মেয়ার্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়াদের বিপক্ষে এমন নৈপুণ্য নিশ্চিত ভালো করার রসদ জোগাবে। যদিও এই সিরিজে ক্যারিবীয়দের বিশ্বকাপ দলে থাকা সাত ক্রিকেটার ছিলেন না।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন