অসুস্থতাকে একপাশে রেখে রবিবার (২৬ মে) আইপিএলের ফাইনাল দেখতে চেন্নাই পৌঁছেছিলেন শাহরুখ খান। ম্যাচ শুরু হওয়ার পর চিপক গ্যালারি থেকে ভাইরাল হয় মাস্কে ঢাকা বাদশার উদ্বিগ্ন মুখ! তবে ম্যাচ শেষে বাদশার মুখে আসে বিজয়ের হাসি। আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিততেই জড়িয়ে ধরলেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে। ভাইরাল হল তাদের আবেগী আদুরে চুমু।
এমএ চিদম্বরম স্টেডিয়াম থেকে এদিন একের পর এক প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত। যা কিনা ইন্টারনেটে ভাইরাল। তবে অনুরাগীদের চোখ ভিজল বাবা-মেয়ের আবেগ দেখে। কলকাতার জয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সুহানা খান।
যে মুহূর্ত আবেগী করেছে শাহরুখ তথা কেকেআর ভক্তদের।
এ বছর গোটা আইপিএল সিজনে একেবারে বাবার ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গেছে সুহানা খানকে। আহমেদাবাদে বাবার হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও খেয়াল রেখেছেন সুহানা। রবিবার বিকেলেও যখন কিং খান মুম্বাই থেকে আহমেদাবাদের জন্য রওনা হচ্ছেন, তখনও সুহানাকে দেখা গেল ভাই আব্রামকে নিয়ে বাবার পাশে।
এদিন নাইট বাহিনী জিততেই মেয়ে সুহানা শাহরুখকে জাপটে ধরে কেঁদে ফেললেন। চোখে জল নিয়েই বাবার কাছে তার প্রশ্ন, ‘তুমি খুশি তো?’ খুশিতে মেয়েকে বুকে টেনে নিলেন বাদশা। সেই আবেগী ক্যামেরাবন্দী মুহূর্তই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
গতরাতের এই বিজয়ের জন্যই বিগত দশ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স-এর ভক্তদের এবং বাদশার পরিবারকে। শেষমেশ কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই এল জয়।
আবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন